সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পূজা। সরস্বতী দেবীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী মনে করা হয়। বাংলা মাঘ মাসের ৫মী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকে। প্রতিবছরের ন্যায় ২০১৬ সালেও আমরা আয়োজন করেছিলাম বিদ্যার দেবী মা সরস্বতীর বাণী অর্চনা। ছবি-শতরূপা সংঘ, ঈশ্বরদী।
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment