ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সরস্বতী পূজা - শতরূপা সংঘ, ঈশ্বরদী

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 24, 2018

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সরস্বতী পূজা


সোমবার (২২ ডিসেম্বর) ছিল সরস্বতীপুজা। গতকাল মঙ্গলবার বিকালে ঈশ্বরদীতে সরস্বতীপুজা উদযাপন সংঘের কয়েকটি সংঘের সার্বিক সহযোগীতায় বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে শতরূপা সংঘ। পরে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মন্দির মৌবাড়ীয়া দুর্গা মন্দিরের পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ২০১৮ সালের সরস্বতী পূজা। 


বিকাল ৩টায় সব প্যান্ডেলের প্রতিমা নিয়ে বের করা হয় র‌্যালিটি। র‌্যালিতে ঢাকের তালে তালে আরতি দিয়ে শিক্ষার্থীরা বিদায় জানান বিদ্যার দেবী মা সরস্বতীকে।র‌্যালীটি শহরের স্কুলপাড়া থেকে পোষ্ট-অফিস মোড় হয়ে হাসপাতাল রোড দিয়ে নুরমহল্লা-কর্মপাড়া হয়ে রেলগেট দিয়ে মৌবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
সন্ধ্যায় মৌবাড়ি মন্দিরের পুকুরে সারিবন্ধ ভাবে একের পর এক প্রতিমা বিসর্জন দেয়া হয়। মৌবাড়ি মন্দিরের পুকুর ঘাটে বিসর্জন সুষ্ঠভাবে দেয়ার জন্য লাইটের ব্যবস্থা করে স্কুলপাড়ার শতরূপা সংঘ।

শতরূপা সংঘের এক সদস্য বলেন, তাদের এ আয়োজন সকলের কাছে আশাপূর্ণ হয়েছে। সকল সংঘের সদস্যরা সার্বিকভাবে র‌্যালিটি পরিচালনা করতে সহযোগিতা করেছে। এর আগে গতকাল সন্ধ্যায় স্কুলপাড়া শতরূপা পূজা প্যান্ডেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরণের খেলা এবং আরতির।
খেলায় মহিলা এবং পুরুষ উভয়েরই খেলায় আয়োজন করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র নৃত্য শিল্পী নৃত্য, গান এবং কবিতা পরিবেশন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্বনাথ পাল।

No comments:

Post a Comment